Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

অভ্যন্তরীণ উৎস হতে বিগত তিন অর্থ বছরে মোট ০.১৩ লাখ মে: টন খাদ্যশস্য সংগৃহীত হয়েছে। উক্ত খাদ্যশস্যের মধ্যে কৃষকের নিকট থেকে সরাসরি মোট 0.০৫ লাখ মে: টন ধান সংগ্রহ করা হয়েছে। ফলে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এছাড়াও ২০১৯-২০ অর্থ বছর হতে কৃষকের নিকট হতে ধান সংগ্রহে “কৃষকের অ্যাপ” চালু করা হয়। এ সময়ে সরকারি বিভিন্ন চ্যানেলে খাদ্যশস্য বিক্রয়/বিতরণ করা হয়েছে মোট ০.১২ লাখ মে: টন। তন্মধ্যে শুধু ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচিতে খাদ্যশস্য বিক্রয় করা হয়েছে মোট ০.০২ লাখ মেঃ টন। বর্তমানে রংপুর জেলার সরকারি খাদ্য গুদামের ধারণক্ষমতা ০.০১৫ লাখ মেট্রিক টন বৃদ্ধি পেয়ে প্রায় ০.০১৫ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • • মাত্র ১০ টাকা কেজি দরে ০.০২০ টি পরিবারের মধ্যে ০.০৭মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ;
  • • কৃষকদের প্রণোদনা মূল্য প্রদান এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়করণের লক্ষ্যে 0.০৩২ লাখ মে.টন খাদ্যশস্য সংগ্রহ;
  • • বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সামাজিক নিরাপত্তা খাতে ও স্বল্পমূল্যে খাদ্যশস্য বিরতণ কর্মসূচীতে 0.০১৬ লাখ মে.টন খাদ্যশস্য বিতরণ;
  • • গুদামের ধারণক্ষমতা 0.০২ হাজার মেট্রিক টনে উন্নীতকরণ।